কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে

কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে

কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে
কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে

মেট্রোরেল যাত্রাকে নির্বিঘ্ন করতে আপনার প্রয়োজন হবে একটি কার্ড । আজ আমরা জানবো এমআরটি/র‌্যাপিড পাস কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণেঃ

১) বারবার কার্ড পাঞ্চ করা।

এন্ট্রি বা এক্সিট গেইটে বারবার পাঞ্চ করার কারণে হতে পারে। অর্থাৎ, আপনার সামনের ব্যক্তি যাওয়ার পরে একটু সময় দিন, এরপর আপনার কার্ড পাঞ্চ করুন একবারই, তারপর এন্ট্রি/এক্সিট হন।

২) রি-ইস্যু আবেদন করা কার্ড পরবর্তীতে ব্যবহার চেষ্টা না করা।

আপনার কার্ড হারিয়ে গেলে তা আবার রি-ইস্যু আবেদন (কার্ড রিপ্লেসমেন্ট) করার পর  হারানো কার্ডটি ফিরে পেলে তা ব্যবহার চেষ্টা করা যাবেনা। হারানো কার্ড খুঁজে পেলে তা জমা দিয়ে জামানতের টাকা ফেরত নেয়া যাবে, কিন্তু ব্যবহারের জন্য পাঞ্চ করা যাবেনা।

৩) এন্ট্রি ক্যানসেল করা।

কোনো কারণে যাত্রা বাতিল হলে বা ট্রেন বিলম্ব হলে এন্ট্রি ক্যানসেল করতে হয়, সেক্ষেত্রেও কার্ড ব্লাকলিস্টেড হওয়ার সম্ভাবনা থাকে। বার বার বা রেগুলার এটি করলে কার্ডের ক্ষতি হতে পারে। (মোবাইলের মেমোরি কার্ড যেমন বার বার ফরম্যাট করলে Health ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমন।)

৪) কার্ড পাঞ্চ না করেই বের হয়ে যাওয়া।

অনেক সময় তাড়াহুড়োতে কার্ড পাঞ্চ না করেই অনেকে বের হয়ে যান। পরবর্তীতে কার্ড আপডেট করতে হয় জরিমানা প্রদান করে। সেক্ষেত্রে কার্ড ব্লাকলিস্টেড হতে পারে। এছাড়াও রিচার্জ / এন্ট্রি / এক্সিটের সময় তাড়াহুড়ো করলে অসমাপ্ত ট্রানজেকশনের ফলেও কার্ডটি ব্ল্যাকলিস্টেড হতে পারে।

৫) NFC চেক করার চেষ্টা।

এটি একটি NFC Technology’র অফলাইন স্টোর ভ্যালুড কার্ড। কার্ডের যাবতীয় তথ্য কার্ডের ভেতরের চিপে সংরক্ষিত থাকে এবং ব্যবহারের সময় অথোরাইজড ডিভাইসের মাধ্যমে এতে ডাটা রিড/রাইট হয়। সুতরাং, আন-অথোরাইজড কোনো NFC Device/App এর মাধ্যমে MRT/Rapid Pass ক্লোন/রিড/রাইট করার চেষ্টা করলে কার্ডটি বাতিল / ব্ল্যাকলিস্টেড হতে পারে।

৬) অসংবেদনশীল তাপ ও চাপ প্রয়োগ।

অতিরিক্ত তাপমাত্রায় কার্ড সংরক্ষণ করা যাবেনা। ওয়ালেটে রেখে অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবেনা।

৭) কার্ড নাম্বার শেয়ার না করা।
আপনার ব্যবহৃত কার্ডের নাম্বার, NID number ইত্যাদি ব্যক্তিগত তথ্যাদি কারো সাথে শেয়ার করবেন না।

সাধারণত উপরোক্ত কারণে ব্লাকলিস্টেড হয়ে থাকে বলে ধারণা করছেন মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ ও ডিটিসিএ। তবে টেকনিক্যাল অন্যান্য জটিলতায়ও কার্ড ব্লাকলিস্টেড হতে পারে, সেসব বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না তারা।

একাধিক কার্ড রেজিষ্ট্রেশনের জন্য একই তথ্য প্রদান করলেও আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করা সর্বোত্তম।

আরও পড়ুনঃ MRT pass ও Rapid Pass এর পার্থক্য

 

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল।

খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

2 responses to “কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে”

  1. […] আরো পড়ুনঃ কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে […]

  2. […] আরও পড়ুন: কার্ড ব্লাকলিস্টেড হয় যেসব কারণে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved DhakaMetroRail.Com