মেট্রোরেলে ইন্টারচেঞ্জ কী এবং কোন কোন স্টেশনে হবে
আন্তঃলাইন সংযোগকে ইংরেজি পরিভাষায় ইন্টারচেঞ্জ বলা হয়।
ইন্টারচেঞ্জ মেট্রোরেল স্টেশন কী?
ইন্টারচেঞ্জ মেট্রোরেল স্টেশন হলো একটি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমে একাধিক মেট্রোরেল লাইনের জন্য একটি মেট্রোরেল স্টেশন যা যাত্রীদের এক রুট থেকে অন্য রুটে পরিবর্তন করতে দেয়। এই ধরণের স্টেশনগুলোতে সাধারণত একক রুট স্টেশনের চেয়ে বেশি প্লাটফর্ম থাকে। এসকল ইন্টারচেঞ্জ মেট্রোরেল স্টেশন ব্যবহার করে যাত্রীরা খুব সহজেই মেট্রোরেল লাইন বা রুট পরিবর্তন করতে পারে। অন্যান্য দেশে ইন্টারচেঞ্জ ব্যবহারের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ মেট্রোরেল স্টেশনে বর্হিগমন করে আবার প্রবেশ করতে হয়না।
উদাহরণস্বরূপ: নতুন বাজার মেট্রোরেল স্টেশনে এমআরটি লাইন–১ এবং এমআরটি লাইন–৫ (নর্দান রুটের) মধ্যে আন্তঃলাইন সংযোগ বা ইন্টারচেঞ্জ থাকবে।
অর্থাৎ, বিমানবন্দর এলাকা থেকে কোনো যাত্রী পূর্বাচলে যেতে চাইলে বিমানবন্দর মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোট্রেনে চড়ে নতুন বাজার মেট্রোরেল স্টেশনে গিয়ে ট্রেন/প্লাটফর্ম পরিবর্তন করতে হবে। ট্রেন/প্লাটফর্ম পরিবর্তন করে যাত্রীকে পূর্বাচলগামী ট্রেনে/প্লাটফর্মে উঠতে হবে/যেতে হবে।
MRT Line-6 এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থানঃ
উত্তরা উত্তর – উত্তরা সেন্টার – উত্তরা দক্ষিণ – পল্লবী – মিরপুর ১০ – মিরপুর ১১ – কাজীপাড়া – শেওড়াপাড়া – আগারগাঁও – বিজয় সরণি – ফার্মগেইট – কারওয়ান বাজার – শাহবাগ – ঢাকা বিশ্ববিদ্যালয় – বাংলাদেশ সচিবালয় – মতিঝিল – কমলাপুর।
MRT Line-1 এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থানঃ
বিমানবন্দর রুট: বিমানবন্দর – বিমানবন্দর টার্মিনাল ৩ – খিলক্ষেত – নদ্দা – নতুন বাজার – উত্তর বাড্ডা – বাড্ডা – আফতাব নগর – রামপুরা – মালিবাগ – রাজারবাগ – কমলাপুর।
পূর্বাচল রুট: নতুন বাজার – নদ্দা – জোয়ার সাহারা – বোয়ালিয়া – মস্তুল – শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম – পূর্বাচল সেন্টার – পূর্বাচল পূর্ব – পূর্বাচল টার্মিনাল।
MRT Line-5: Northern Route এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থানঃ
হেমায়েতপুর – বলিয়ারপুর – বিলামালিয়া – আমিনবাজার – গাবতলী – দারুস সালাম – মিরপুর ১ – মিরপুর ১০ – মিরপুর ১৪ – কচুক্ষেত – বনানী – গুলশান ২ – নতুন বাজার – ভাটারা।
MRT Line-5: Southern Route এর রুট এ্যালাইনমেন্ট ও স্টেশনের অবস্থানঃ
গাবতলী – টেকনিক্যাল – কল্যাণপুর – শ্যামলী – কলেজ গেইট – আসাদ গেইট – রাসেল স্কয়ার – কারওয়ান বাজার – হাতিরঝিল – তেজগাঁও – আফতাব নগর – আফতাব নগর সেন্টার – আফতাব নগর পূর্ব – নাছিরাবাদ – দাশেরকান্দি।
MRT Line-2 এর প্রস্তাবিত রুট এ্যালাইনমেন্টঃ
মেইন লাইনঃ
গাবতলী – ঢাকা উদ্যান – মোহাম্মদপুর বাস স্ট্যান্ড – ঝিগাতলা – সাইন্স ল্যাবরেটরি – নিউমার্কেট – আজিমপুর –পলাশী – ঢাকা মেডিকেল কলেজ – গুলিস্তান – মতিঝিল – কমলাপুর – মান্ডা – দক্ষিণগাঁও – দামড়িপাড়া – সাইনবোর্ড – ভূইঘর – জালকুড়ি – নারায়ণগঞ্জ জেলা সদর ।
ব্রাঞ্চ লাইনঃ
গুলিস্তান – নয়া বাজার – সদরঘাট ।
MRT Line-4 এর প্রস্তাবিত রুট এ্যালাইনমেন্টঃ
কমলাপুর – সায়েদাবাদ – যাত্রাবাড়ী – শনির আখড়া – সাইনবোর্ড – চট্টগ্রাম রোড – কাঁচপুর – মদনপুর।
৬টি মেট্রোরেল লাইনের মধ্যে নিম্নলিখিত স্টেশনসমূহে আন্তঃলাইন সংযোগ থাকবে:
মিরপুর-১০ স্টেশন : এমআরটি লাইন–৬ এবং এমআরটি লাইন–৫: নর্দার্ন রুট।
কারওয়ান বাজার স্টেশন : এমআরটি লাইন–৬ এবং এমআরটি লাইন–৫: সাউদার্ন রুট।
নতুন বাজার স্টেশন : এমআরটি লাইন–১ এবং এমআরটি লাইন–৫: নর্দার্ন রুট।
আফতাব নগর স্টেশন : এমআরটি লাইন–১ এবং এমআরটি লাইন–৫: সাউদার্ন রুট।
গাবতলী স্টেশন : এমআরটি লাইন–৫: নর্দার্ন রুট, এমআরটি লাইন–৫: সাউদার্ন রুট ও এমআরটি লাইন–২।
কমলাপুর স্টেশন : এমআরটি লাইন–৬, এমআরটি লাইন–১, এমআরটি লাইন–২ ও এমআরটি লাইন–৪।
সাইনবোর্ড স্টেশন : এমআরটি লাইন–২ ও এমআরটি লাইন–৪ ।
মিরপুর–১০ মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী পল্লবী – উত্তরা অথবা আগারগাঁও বিজয় সরণি – ফার্মগেট – কারওয়ান বাজার – ঢাকা বিশ্ববিদ্যালয় – মতিঝিল – কমালপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার মিরপুর-১ – গাবতলী – হেমায়েতপুর অথবা বনানী – নতুন বাজার – ভাটারা এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী ফার্মগেট – বিজয় সরণি – আগারগাঁও – মিরপুর–১০ – পল্লবী – উত্তরা অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় – মতিঝিল – কমলাপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার রাসেল স্কয়ার – শ্যামলী – গাবতলী অথবা হাতিরঝিল – আফতাবনগর – নাছিরাবাদ – দাশেরকান্দি এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
নতুন বাজার মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী নর্দা – বিমানবন্দর অথবা আফতাব নগর – মালিবাগ – কমলাপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার নর্দা – বোয়ালিয়া ‐ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম – পূর্বাচল এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার বনানী – মিরপুর ১০ – মিরপুর ১ – গাবতলী – হেমায়েতপুর অথবা ভাটারা এলাকাসমূহ/স্টেশনসমূহে যেতে পারবেন।
আফতাবনগর মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী নতুন বাজার – নর্দা – বিমানবন্দর বা নতুন বাজার – নর্দা – বোয়ালিয়া – শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম – পূ্র্বাচল অথবা মালিবাগ – কমলাপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার হাতিরঝিল – কারওয়ান বাজার – রাসেল স্কয়ার – শ্যামলী – গাবতলী অথবা নাছিরাবাদ – দশেরকান্দি এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী মালিবাগ – আফতাবনগর – নতুন বাজার – নর্দা – বিমানবন্দর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার মতিঝিল – কারওয়ান বাজার – মিরপুর ১০ – উত্তরা এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার মতিঝিল – গুলিস্তান – সদরঘাট বা গুলিস্তান – ঢাকা মেডিকেল কলেজ – নিউ মার্কেট – মোহাম্মদপুর – গাবতলী অথবা দামড়িপাড়া – সাইন বোর্ড – জালকুড়ি – নারায়ণগঞ্জ এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার যাত্রাবাড়ী – সাইন বোর্ড – চট্টগ্রাম রোড – কাঁচপুর – মদনপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
আরও পড়ুনঃ মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন
আরও পড়ুনঃ মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি
আরও পড়ুনঃ ঢাকা মেট্রোরেলে যত জরিমানা
গাবতলী মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী হেমায়েতপুর অথবা মিরপুর-১ – মিরপুর-১০ – বনানী – নতুন বাজার – ভাটারা এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার, শ্যামলী – রাসেল স্কয়ার – কারওয়ান বাজার – হাতিরঝিল – আফতাবনগর – নাছিরাবাদ – দাশেরকান্দি এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার, মোহাম্মদপুর – নিউ মার্কেট – ঢাকা মেডিকেল কলেজ – গুলিস্তান – সদরঘাট বা গুলিস্তান – মতিঝিল – কমলাপুর – দামড়িপাড়া – সাইনবোর্ড – জালকুড়ি – নারায়ণগঞ্জ এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
সাইনবোর্ড মেট্রোরেল স্টেশন থেকে একজন যাত্রী চট্টগ্রাম রোড – কাঁচপুর – মদনপুর অথবা যাত্রাবাড়ী – কমালপুর এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন। আবার, জালকুড়ি – নারায়ণগঞ্জ অথবা দামড়িপাড়া – কমলাপুর – মতিঝিল – গুলিস্তান – সদরঘাট বা গুলিস্তান – ঢাকা মেডিকেল কলেজ – নিউ মার্কেট, মোহাম্মদপুর – গাবতলী এলাকাসমূহে/স্টেশনসমূহে যেতে পারবেন।
তথ্য সংগ্রহেঃ রাকিবুর রহমান রাকিব।
শেষ কথা
প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেলে ইন্টারচেঞ্জ কী এবং কোন কোন স্টেশনে হবে’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল।