মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন

মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন

মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন
মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন

ঢাকাবাসির যানজটকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে ঢাকার উত্তর ও দক্ষিণ প্রান্তকে যুক্ত করেছে ঢাকা মেট্রোরেল। উদ্বোধনের পর থেকেই বেশ জনপ্রিয়তা লাভ করছে সর্বাধুনিক এই বাহন। এখন আর আপনাকে ঢাকা শহরের দীর্ঘ যানজট সহ্য করে বাসে বসে থাকতে হবে না কিংবা গাড়ির হর্ণে বিরক্ত হওয়ার প্রয়োজন নাই। খুব অল্প সময়ে সর্বাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বাংলাদেশের স্মার্ট গণপরিবহন তথা মেট্রোরেলের চেপে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন খুব সহজেই। আজ আমরা জানবো কিভাবে আপনি এই মেট্রোরেল ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সহজেই যাতায়াত করতে পারবেন বা মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেনঃ

 

★নিউমার্কেট ও নীলক্ষেত যেতে কোন স্টেশনে নামলে সুবিধা হবে?
-ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

★আইডিবি (বিসিএস কম্পিউটার সিটি), লায়ন্স চক্ষু হাসপাতাল, পাসপোর্টের হেড অফিস, পঙ্গু হাসপাতাল (নিটোর), নির্বাচন কমিশন অফিস, প্রবীণ হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল, জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতাল যাওয়ার জন্য কোন স্টেশনে নামতে হবে?
– আগারগাঁও স্টেশন।

★পঙ্গু হাসপাতাল যেতে কোন স্টেশনে নামতে হবে?
-আগারগাঁও স্টেশন।

★মিরপুর স্টেডিয়াম যেতে কোন স্টেশনে নামতে হবে?
-মিরপুর ১০ স্টেশন।

★বইমেলায় যেতে কোন স্টেশন নামলে সুবিধা হবে ?
– ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

★বারডেম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় যেতে কোন স্টেশন নামলে সুবিধা হবে?
– শাহবাগ স্টেশন।

★ঢাকা মেডিকেল কলেজ যেতে কোন স্টেশন নামলে সুবিধা হবে ?
– ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন।

★রমনা পার্ক যেতে কোন স্টেশন নামলে সুবিধা হবে ?
– শাহবাগ স্টেশন।

★ বসুন্ধরা সিটি শপিং মল ও হাতিরঝিল যেতে কোন স্টেশন নামলে সুবিধা হবে?
– কারওয়ান বাজার স্টেশন।

★চন্দ্রিমা উদ্যান, মিলিটারি মিউজিয়াম, নভোথিয়েটার যেতে কোন স্টেশনে নামলে সুবিধা হবে ?
– বিজয় সরণি স্টেশন।

★কমলাপুর স্টেশনের কাছে কোন স্টেশন?
-মতিঝিল স্টেশন।

★ গুলিস্তানের যাওয়ার জন্য কোন স্টেশনে নামবো?
-বাংলাদেশ সচিবালয় স্টেশন।

★বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সামরিক জাদুঘর, চন্দ্রিমা উদ্যান/জিয়া উদ্যান ও সংসদ ভবন এর কাছে কোন স্টেশন?
-বিজয় সরণি স্টেশন।

★বাণিজ্য মেলা যাওয়ার জন্য কোন স্টেশনে নামবো?
পল্লবী স্টেশনে নেমে বাসে করে কুড়িল বিশ্বরোড, সেখান থেকেও বাসে। এছাড়া ফার্মগেট স্টেশন নেমেও এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া যায়।

আরো পড়ুনঃ মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

 

এছাড়াও গুগল ম্যাপ দেখেও আপনার গন্তব্যে যেতে পারবেন সহজে।

 

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল।

খবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

One response to “মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2024 All rights reserved DhakaMetroRail.Com