মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী মসজিদ

যেহেতু মেট্রোরেল স্টেশনে নামাজের জন্য স্পেস আলাদাভাবে বরাদ্দ নাই, সেহেতু মুসলিম যাত্রীদের সুবিধার্থে নিকটস্থ মসজিদের ঠিকানা তুলে ধরা হলো।

মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী মসজিদের তালিকাঃ

সিরিয়াল নং স্টেশনের নাম নিকটস্থ মসজিদ
1 উত্তরা উত্তর সেক্টর-১৫ জামে মসজিদ, B গেটের এস্কেলেটর যে দিকে ওই দিক দিয়ে নামলেই মসজিদ।
2 উত্তরা সেন্টার
3 উত্তরা দক্ষিণ
4 পল্লবী পল্লবী মেট্রো স্টেশনের A গেইট দিয়ে নেমে সোজা ২০-৩০ সেকেন্ডে (BFC, KFC, Domino’s Pizza) অতিক্রম করলে ডান পাশের ৭ নাম্বার রোডের শেষ মাথায় হাতের ডান পাশেই বায়তুস সালাম জামে মসজিদ কমপ্লেক্স রয়েছে । রংধনু কনভেনশন সেন্টার এর বেজমেন্ট মসজিদ, অজুর ব্যবস্থা দোতলায়।
5 মিরপুর-১১ বায়তুস সালাহ জামে মসজিদ, পশ্চিমে পোস্ট অফিস রোডে অবস্থান। বাইতুল এহতেরাম জামে মসজিদ, এটা পূর্বে ৭ নম্বর রোড দিয়ে হেঁটে মাথায় অবস্থিত।
6 মিরপুর-১০ মেট্রো থেকে মোড়ের দিকে বাম হাতে নামলেই একটা বড় শপিং মল (FS স্কয়ার শপিং মল) এর পূর্ব পাশেই বায়তুল মুমিন মসজিদ। মেট্রো স্টেশন থেকে চত্বর এর দিকে বাম দিকে নামতে হবে। স্টেশনের C-gate থেকে দক্ষিণে ফুটওভার ব্যবহার করে ফল পট্টি গলি/কোচিং পাড়া এর ২-৩ বিল্ডিং পর বাইতুল মামুর জামে মসজিদ। এছাড়া, মিরপুর ৬নং কেন্দ্রীয় জামে মসজিদ।
7 কাজীপাড়া কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, এটা মেট্রো স্টেশন থেকে দক্ষিণ পশ্চিম বরাবর আসতে হবে। এছাড়া পূর্ব কাজিপাড়া জামে মসজিদ পূর্ব-দক্ষিণে ভিতরে। সবচেয়ে কাছে হলো লালচাঁন জামে মসজিদ, এটি উত্তর-পশ্চিমে। মসজিদুল আকসা পূর্বে একটু ভিতরে অবস্থিত।
8 শেওড়াপাড়া শেওড়াপাড়া উত্তর-পশ্চিম পাশে নামলেই কেন্দ্রীয় মসজিদ। এছাড়াও পূর্বদিকে বাইতুল কাদির জামে মসজিদ অবস্থিত।
9 আগারগাঁও মিউজিয়াম জামে মসজিদ। আগারগাঁও মেট্রো স্টেশনের পূর্বপাশে একদম নিচেই এই মসজিদের অবস্থান । এছাড়াও পশ্চিমে উত্তরে আগারগাঁও সরকারি নিউ কলোনি জামে মসজিদ অবস্থিত, আইডিবির গেইট এ নেমে নির্বাচন ভবন বরাবর কিছুদুর হেটে গেলে হাতের ডানে।
10 বিজয় সরণি জিয়া উদ্যানের ভিতরে মসজিদ।
11 ফার্মগেট তেজগাঁও কলেজ মসজিদ, তেজগাঁও কলেজ গেইট। এছাড়া কুতুববাগ দরবার শরীফ, প্রিন্স হোটেলের বিল্ডিং।খামারবাড়ি মুখী সবার সব পশ্চিমের বাম গেট দিয়ে নামতে হবে। এছাড়া ইন্দিরা রোড/ফার্মগেইট এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে নামছে, ওই পাশে নামলে মেট্রোরেল এর লিফট সংলগ্ন সিঁড়ির বিপরীতে অবস্থিত “আনোয়ারা উদ্যান জামে মসজিদ”।
12 কারওয়ান বাজার কাওরানবাজার স্টেশনে নেমে উত্তর দিকের পূর্ব পাশের সিঁড়ি দিয়ে নামলেই আছে আম্বর শাহ জামে মসজিদ।
13 শাহবাগ বাংলাদেশ মেডিকেল (সাবেক পিজি/ বঙ্গবন্ধু) বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মসজিদ আছে। এছাড়া বারডেম জেনারেল হাসপাতালের ভিতরে মসজিদ।
14 ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ, স্টেশন থেকে টিএসসির দিকের গেট দিয়ে বের হয়ে শাহবাগ অভিমুখে দুই মিনিট হাঁটলেই হাতের বামে মসজিদ।
15 বাংলাদেশ সচিবালয় প্রেসক্লাবের ভিতরে মসজিদ আছে।
16 মতিঝিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে একটি সুন্দর মসজিদ আছে মেট্রো রেল স্টেশন থেকে দুই মিনিট হাটলেই মসজিদে যাওয়া যাবে । মতিঝিল মেট্রো স্টেশনের সাথে ইস্টার্ন ব্যাংকের পিছনে অবস্থিত মসজিদ। এক থেকে দুই মিনিটের রাস্তা, মতিঝিল মেট্রো স্টেশন থেকে।
17 কমলাপুর

 

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেল স্টেশনের নিকটবর্তী মসজিদ’ নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে