হেমায়েতপুর থেকে ভাটারা মেট্রোরেল রুটের বিস্তারিত

হেমায়েতপুর থেকে ভাটার পর্যন্ত MRT Line-5 এর স্টেশনসমূহ হচ্ছেঃ

হেমায়েতপুর to বলিয়ারপুর to বিলামালিয়া to আমিন বাজার to গাবতলী to দারুস সালাম to মিরপুর ১ to মিরপুর ১০ to মিরপুর ১৪ to কচুক্ষেত to বনানী to গুলশান ২ to নতুন বাজার to ভাটারা

MRT Line-5: Northern Route এর প্রাক্কলিত ব্যয় হল:

মোট: ৪১,২৩৮.৫৫ কোটি টাকা

প্রকল্প সহায়তা: ২৯,১১৭.০৫ কোটি টাকা

জিওবি: ১২,১২১.৫০ কোটি টাকা

উন্নয়ন সহযোগী সংস্থা Japan International Cooperation Agency সংক্ষেপে JICA এই প্রকল্পে সহায়তা প্রদান করছে।

এই রুটের মোট দূরত্বঃ ২০.০০ কিলোমিটার

(এরমধ্যে পাতাল ১৩.৫০ কিলোমিটার ও উড়াল ৬.৫০ কিলোমিটার)

এই রুটে মোট স্টেশন থাকবে ১৪ টি (পাতালঃ ০৯ টি, উড়ালঃ০৫ টি)

পাতাল স্টেশনঃ গাবতলী to দারুস সালাম to মিরপুর ১ to মিরপুর ১০ to মিরপুর ১৪ to কচুক্ষেত to বনানী to গুলশান ২ to নতুন বাজার।

উড়াল স্টেশনঃ হেমায়েতপুর to বলিয়ারপুর to বিলামালিয়া to আমিন বাজার to ভাটারা।

মেট্রো ট্রেন সেটের সংখ্যাঃ
এই রুটের ট্রেন হবে ৮টি কোচ বিশিষ্ট। এবং মোট ১৮ সেট মেট্রো ট্রেন দিয়ে পরিচালনা শুরু করা হবে। তবে ভবিষ্যতে এই রুটে ৪২ সেট মেট্রো ট্রেনে উন্নীত করার সুযোগ থাকবে।

কোচের যাত্রী পরিবহন সক্ষমতাঃ
এইরুটের ট্রেনের মাঝের ৬ টি কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৯০ জন প্যাসেঞ্জার এবং ট্রেইলার কোচের প্রতিটিতে সর্বোচ্চ ৩৭৪ জন ধারণ ক্ষমতা থাকবে। এবং প্রতিটি মেট্রো ট্রেনে সর্বোচ্চ প্রায় ৩০৮৮ জন যাত্রী পরিবহন সক্ষমতা রয়েছে। প্রতি ঘন্টায় উভয়দিকে প্রায় ৫৩,২০০ যাত্রী পরিবহন সম্ভব হবে।

মেট্রো ট্রেনের ফ্রিকোয়েন্সিঃ
৩ মিনিট ৩০ সেকেন্ড পরপর ট্রেন চলাচলের সুযোগ থাকবে। অর্থাৎ, একই দিকে প্রতি সাড়ে তিন মিনিট পরপর একটি ট্রেন চলাচল করতে পারবে।

আরও পড়ুনঃ মেট্রোরেল প্রকল্পের শুরু, প্রাথমিক পর্যায়গুলি, ভবিষ্যত পরিকল্পনা, অর্থায়ন ও সমস্যা

লাইন-৫ এর মেট্রো ট্রেনের পরিচালন ব্যবস্থাঃ
দূরনিয়ন্ত্রণ পরিচালন ব্যবস্থা [ইংরেজিতেঃ Communication Based Train Control (CBTC) System]

এই রুটের সর্বোচ্চ পরিচালন গতি হবে-
উড়াল পথেঃ ১০০ কিলোমিটার/ঘন্টা
পাতাল পথেঃ ৯০ কিলোমিটার/ঘন্টা

মেট্রো ট্র্যাকের ধরণঃ
Dual Continuous Welded Rail

গেজঃ স্ট্যান্ডার্ড গেজ (১৪৩৫ মিলিমিটার)

যাতায়াতের সময়ঃ
হেমায়েতপুর থেকে ভাটারা (পূর্বমুখী) : ৩২ মিনিট ২৭ সেকেন্ড এবং ভাটারা থেকে হেমায়েতপুর (পশ্চিমমুখী): ৩০ মিনিট ২৬ সেকেন্ড সময় লাগবে।

এই রুটের কাজ সমাপ্তির নির্ধারিত তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২৮ খ্রিস্টাব্দ

তথ্যসূত্রঃ DMTCL

________________________________________

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘হেমায়েতপুর থেকে ভাটারা মেট্রোরেল রুটের বিস্তারিত’ নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপে ও ম্যাসেঞ্জারে