বিশ্বের কোন দেশে কত সালে মেট্রোরেল চালু হয়

যানজট সমস্যা নিরাসনে প্রতিটি দেশের জন্য মেট্রোরেল একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাহন হিসেবে কাজ করছে। বর্তমানে পৃথিবীতে সর্বমোট ৬২ টি দেশের ১০৬ টি শহরে মেট্রোরেল ব্যবস্থা চালু রয়েছে। সর্বশেষ মেট্রোরেল চালু হয়েছে নাইজেরিয়াতে ২০২৩ সালে আজ আমরা জানবো বিশ্বের কোন দেশে কত সালে মেট্রোরেল চালু হয়ঃ

দেশের নাম  চালু হওয়া সাল
নাইজেরিয়া ২০২৩ সালে
ইকুয়েডর ২০২৩ সালে
বাংলাদেশ ২০২২ সালে
ভিয়েতনাম ২০২১ সালে
পাকিস্তান ২০২০সালে
কাতার ২০১৯ সালে
অস্ট্রেলিয়া ২০১৯ সালে
ইন্দোনেশিয়া ২০১৮ সালে
পানামা ২০১৪ সালে
পেরু ২০১১ সালে
কাজাখস্তান ২০১১ সালে
আলজেরিয়া ২০১১ সালে
সংযুক্ত আরব আমিরাত ২০০৯ সালে
ডোমিনিকান প্রজাতন্ত্র ২০০৯ সালে
সুইজারল্যান্ড ২০০৮ সালে
ডেনমার্ক ২০০২ সালে
থাইল্যান্ড ১৯৯৯ সালে
ইরান ১৯৯৯ সালে
বুলগেরিয়া ১৯৯৮ সালে
তাইওয়ান ১৯৯৬ সালে
মালয়েশিয়া ১৯৯৬ সালে
পোল্যান্ড ১৯৯৫ সালে
কলম্বিয়া ১৯৯৫ সালে
তুর্কি ১৯৮৯ সালে
সিঙ্গাপুর ১৯৮৭ সালে
মিশর ১৯৮৭ সালে
ফিলিপাইন ১৯৮৪ সালে
ভারত ১৯৮৪ সালে
বেলারুজ ১৯৮৪ সালে
ভেনেজুয়েলা ১৯৮৩ সালে
ফিনল্যান্ড ১৯৮২ সালে
আরমানিয়া ১৯৮১ সালে
রোমানিয়া ১৯৭৯ সালে
অস্ট্রিয়া ১৯৭৮ সালে
উজবেকিস্তান ১৯৭৭ সালে
বেলজিয়াম ১৯৭৩ সালে
চিলি ১৯৭৫ সালে
সাউথ কোরিয়া ১৯৭৪ সালে
চেক প্রজাতন্ত্র ১৯৭৪ সালে
ব্রাজিল ১৯৭৪ সালে
উত্তর কোরিয়া ১৯৭৩ সালে
চায়না ১৯৭১ সালে
মেক্সিকো ১৯৬৯ সালে
নেদারল্যান্ড ১৯৬৮ সালে
আজারবাইজান ১৯৬৭ সালে
নরওয়ে ১৯৬৬ সালে
জর্জিয়া ১৯৬৬ সালে
ইউক্রেন ১৯৬০ সালে
পর্তুগাল ১৯৫৯ সালে
ইতালি ১৯৫৫ সালে
কানাডা ১৯৫৪ সালে
সুইডেন ১৯৫০ সালে
রাশিয়া ১৯৩৫ সালে
জাপান ১৯২৭ সালে
স্পেন ১৯১৯ সালে
আর্জেন্টিনা ১৯১৩ সালে
গ্রীস ১৯০৪ সালে
জার্মানি ১৯০২ সালে
ফ্রান্স ১৯০০ সালে
হাঙ্গেরি ১৮৯৬ সালে
যুক্তরাষ্ট্র ১৮৯২ সালে
যুক্তরাজ্য ১৮৬৩ সালে

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

এছাড়াও বিশ্বের ৩১ টি শহরে মেট্রোরেল নির্মাণাধীন রয়েছে উক্ত শহরের দেশগুলো হচ্ছে ভিয়েতনাম, ভেনিজুয়েলা, তুর্কি, সার্বিয়া, সৌদি আরব, রাশিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, মালয়েশিয়া, কাজাকিস্তান, ইরাক, ইরাক, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশের বিভিন্ন শহরে মেট্রোরেল নির্মাণাধীন রয়েছে। সাধারণত জনবহুল প্রত্যেক শহরেই মেট্রোরেল চালু করা হয়। আর, বিশ্বের অন্যতম জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। যে সকল দেশের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে সকল দেশের ইকোনমি ততটাই সমৃদ্ধ। বাংলাদেশ অধিক জনবহুল একটি দেশ, এই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দুইটি খাতে বেশ ভূমিকা পালন করছে পোশাক শিল্প এবং প্রবাসী রেমিট্যান্স। এ সকল উৎস দ্বারা দেশের সার্বিক অর্থনীতির চাকা ঘুরলেও দেশের অভ্যন্তরীণ উন্নয়ন পিছিয়ে পড়ে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ ও এগিয়ে চলছে দুর্বার গতিতে। বাংলাদেশের বর্তমান সরকারের ভিশন- ২০৪১ এ বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম রোল মডেল, এই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সরকার।


আরও পড়ুনঃ মেট্রোরেলে আপনার যেসকল নিয়মকানুন মেনে চলা উচিৎ

আরও পড়ুনঃ মেট্রোরেলে ইন্টারচেঞ্জ কী এবং কোন কোন স্টেশনে হবে

আরও পড়ুনঃ মেট্রোরেলে কোন স্টেশন থেকে কোথায় যেতে পারবেন


বাংলাদেশে বেশ কয়েকটি রুটে মেট্রোরেল নির্মাণ কাজ চলমান রয়েছে। তার মধ্যে মাত্র একটি রুটে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে, এতেই ঢাকা শহরের যানজট অনেকাংশে কম দেখা যাচ্ছে। বিশেষ করে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিঝিল পর্যন্ত এই ২১ কিলোমিটার মেট্রো রেলের নিচে রাস্তায় যানজট অনেকাংশে কমে গিয়েছে। ফলে, সরকার আশাবাদী অন্যান্য রোডগুলো চালু হলে ঢাকা শহরে যানজট নিরসন করা সম্ভব। বিশ্বের অন্যান্য দেশে অনেক আগেই মেট্রোরেল চালু হলেও বাংলাদেশ বিভিন্ন জটিলতায় কিছুটা দেরি হয়েছে। বর্তমান সরকারের সুদূরপ্রসারী নেতৃত্বে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন সাধারণ জনগণ।

বিশ্বের যে সকল দেশে যেসকল শহরে অনেক আগেই মেট্রোরেল এসেছে সেসব শহরের যানজট অনেকাংশেই কম এবং কোন কোন ক্ষেত্রে যানজট নেই বললেই চলে। বিশ্বের উন্নত সেসব দেশগুলোকে অনুসরণ করে বাংলাদেশও সমান তালে এগিয়ে চলছে দুর্বার গতিতে।

 

শেষ কথা

প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘বিশ্বের কোন দেশে কত সালে মেট্রোরেল চালু হয়’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো আন্তর্জাতিক মেট্রোরেলের কোনো শিক্ষানীয় বিষয়। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল।