মেট্রোরেল ভ্রমণের আগে আপনার যা জানা জরুরী
ঢাকাবাসীর জন্য এক আশীর্বাদ হয়ে এসেছে বহুল প্রতিক্ষিত মেট্রোরেল। এই মেট্রোরেলে ভ্রমণের আগে আপনার যা জানা জরুরী তা নিয়ে আমরা আজ আলোচনা করবো। চলুন শুরু করা যাক!
মেট্রোরেল ভ্রমণের আগে আপনার যা জানা জরুরী!
মেট্রোরেলে যা যা করবেন নাঃ
- পোষা প্রাণী বহন করবেন না।
- বিপজ্জনক বস্তু বহন করবেন না।
- পানের পিক বা থু থু ফেলবেন না।
- প্লাটফর্মে বা মেট্রোতে খাবার গ্রহণ করবেন না।
- যত্রতত্র ময়লা ফেলবেন না।
- ফোনের স্পিকার ব্যবহার করে অন্যদের বিরক্ত করবেন না।
- মেট্রো ট্রেন এলাকায় ও স্টেশনে কোনো পোস্টার, ব্যানার লাগাবেন না এবং কিছু লিখা বা আঁকবেন না।
- দুর্গন্ধযুক্ত মালামাল বহন করবেন না।
- স্টেশনের প্রবেশ পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
- দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচলের জন্য প্লাটফর্মে নির্ধারিত হলুদ দাগে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
- একাধিক আসন দখল করে রাখবেন না।
- মেট্রো ট্রেনের দরজায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
- মেট্রো ট্রেন দেখার জন্য প্লাটফর্মের স্ক্রীন ডোর বা ব্যারিকেডের উপর ঝুঁকবেন না।
- লিফটে ধারণ ক্ষমতার বেশী যাত্রী উঠবেন না। অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের লিফট ব্যবহারে সুযোগ করে দিবেন।
- স্টেশনের ভিতরে ধুমপান করবেন না।
- স্টেশন , প্লাটফর্ম বা মেট্রোর অভ্যন্তরে পণ্য ফেরি করা বা ভিক্ষাবৃত্তি করবেন না।
- বৃহদাকার ও ভারী মালপত্র বহন করবেন না।
- অস্ত্র বহন করবেন না।
- অযথাই স্টেশনে ঘুরাঘুরি করবেন না।
- কারো অপ্রস্তুত বা অশালীন অঙ্গভঙ্গীতে থাকা অবস্থায় ছবি তুলবেন না বা ভিডিয়ো করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না।
মেট্রোরেলে যা যা করবেনঃ
- বিশেষ প্রয়োজনে স্টেশন কন্ট্রোলারের সাথে যোগাযোগ করবেন।
- নিরাপত্তা কর্মীদের দায়িত্ব পালনে সহযোগীতা করবেন।
- টিকেটের সমপরিমাণ টাকা দিতে চেষ্টা করবেন।
- মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত ব্যক্তিদের সাথে ভদ্র আচরণ করবেন।
- সহযাত্রীকে প্রয়োজনে সহযোগীতা করবেন।
- মনযোগ দিয়ে ঘোষণা শুনবেন।
- সর্বক্ষেত্রে ভদ্রতা ও সৌজন্যতা বজায় রাখবেন।
- ট্রেন ও প্লাটফর্মের মাঝে ফাঁকা জায়গা খেয়াল করবেন।
- প্রবীণ ব্যক্তিগন, মহিলা ও শিশুদের আগে উঠতে দিবেন।
- আগে নামতে দিবেন, পরে উঠবেন।
- টিকেট কাটতে , স্কেলেটর বা সিঁড়িতে উঠতে, ট্রেনে উঠতে লাইনে দাঁড়াবেন।
- লিফটে থাকাকালীন জরুরী অবস্থায় স্থির থাকুন ও ইমার্জেন্সি বাটন চাপুন।
- মালামাল নিজ দায়িত্বে রাখবেন।
- মেট্রোর অভ্যন্তর ও প্লাটফর্ম পরিষ্কার রাখবেন।
- সহযাত্রীদের সাথে ভদ্র আচরণ করবেন।
- মালিকানাবিহীন মালামাল দেখলে স্টেশন কর্তৃপক্ষকে জানাবেন।
মেট্রোরেল ভ্রমণের আগে আপনার উপরোক্ত বিষয়ে জানা জরুরী বলে মনে করি।