মেট্রোরেলে পকেটমারদের হটস্পট সমূহ
ঢাকাবাসীর জন্য আশির্বাদ হয়ে আসা মেট্রোরেল যেন পকেটমারদের অভয়ারণ্য। যানজটের শহরকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এই আধুনিক গণপরিবহনে প্রায়শই দেখা মিলে আধুনিক চোর বা পকেটমারদের।
মেট্রোরেলের অভ্যন্তরীণ ও পুরো স্টেশন জুড়েই সার্বক্ষণিক সিসিটিভির আওতাভুক্ত থাকলেও কোনোভাবেই যেন পকেটমার দমানো যাচ্ছেনা।
মেট্রোরেল প্যাসেঞ্জারদের অনলাইন প্লাটফর্ম “মেট্রোরেল প্যাসেঞ্জার্স কমিউনিটি-ঢাকা” এর তথ্যমতে সাধারণত মেট্রোরেলের নিম্নোক্ত স্থান সমূহে পকেটমারের উপদ্রব সবচেয়ে বেশীঃ
১/ ট্রেনে উঠার সময় ভীড়ের মধ্যে।
২/ ট্রেন থেকে নামার সময়।
৩/ এস্কেলেটর বা চলন্ত সিঁড়িতে উঠা ও নামার সময়।
৪/ ট্রেনে উঠার জন্য প্লাটফর্মে সিরিয়ালে দাঁড়িয়ে থাকার সময়।
৫/ লিফটে উঠার সিরিয়ালে দাঁড়ানোর সময়।
৬/ ট্রেনের অভ্যন্তরে ভীড়ের মধ্যে।
৭/ সিঙ্গেল জার্নি টিকেটের সিরিয়ালে।
একাধিক সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, মেট্রোরেলে এসব পকেটমারদের সংঘবদ্ধ চক্র থাকে। আবার একই ব্যক্তি একাধিকবার অপরাধে জড়িয়ে পড়েন।
আরও পড়ুনঃ মেট্রোরেলের যা আপনার করণীয়- বর্জনীয়
মেট্রোরেলের দায়িত্বে থাকা MRT Police এর ইন্সপেক্টর (অপারেশন) জনাব সুজিত কুমার গোমস্তা জানিয়েছেন, ”আমরা প্রায়ই চোর চক্রের সদস্যদের আটক করে নিকটস্থ থানায় হস্তান্তর করে থাকি। কিন্তু আদালত থেকে যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীরা ছাড়া পেয়ে পুনরায় একই অপরাধে জড়িত হয়ে পরে। আমরা মেট্রোরেল স্টেশনে দায়িত্বে থাকা কন্ট্রোলারগন ও অন্যান্য সবাই এ বিষয়ে বেশ উদ্বিগ্ন।”
মেট্রোরেলের দায়িত্বে থাকা সকলেই সম্মানিত প্যাসেঞ্জারদের সর্বদা সচেতন থাকতে অনুরোধ করেছেন এবং অনাকাঙ্ক্ষিত ভাবে সমস্যার সম্মুখীন হলে দায়িত্বরত MRT Police এবং Station Controller দের অবহিত করতে বলেছেন।
শেষ কথা
প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেলে পকেটমারদের হটস্পট সমূহ’ নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল ও ম্যাসেঞ্জারে।