মেট্রোরেলের যা আপনার করণীয়- বর্জনীয়
মেট্রোরেলের যা আপনার করণীয়-বর্জনীয় তা নিম্নে আলোচনা করা হলোঃ
- প্রবেশ ও বর্হিগমন গেটের উপর দিয়ে অতিক্রম করবেন না।
- দৃষ্টিহীনদের যাতায়াতের জন্য নির্ধারিত হলুদ রঙের ট্যাকটাইল পথ ছেঁড়ে দাঁড়ান।
- প্লাটফর্ম স্ক্রিন ডোর এর উপর দিয়ে মাথা বাড়িয়ে মেট্রোরেল দেখার চেষ্টা করবেন না।
- প্লাটফর্ম এবং মেট্রোরেল কোচের মাঝের ফাঁক হতে সতর্ক থাকুন।
- উঠা-নামার সময় হুড়াহুড়ি/ধাক্কাধাক্কি করবেন না।
- মেট্রোরেলে উঠা-নামার সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
- মেট্রোরেলের দরজায় কোনও প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।
- মেট্রোরেলের কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়াবেন না।
- মোবাইল ফোনের স্পিকার অন করে রাখবেন না।
- নিচু স্বরে কথা বলুন।
- একাধিক সিট দখল করে বসবেন না।
- সহযাত্রীর অস্বস্তি/অসুবিধা সৃষ্টি করবেন না।
- মালামাল নিজ দায়িত্বে রাখুন।
- দুই কোচের মাঝখানের চলাচলের পথে দাঁড়াবেন না।
- এস্কেলেটর/চলন্ত সিঁড়িতে বাম পাশে দাঁড়াবেন, বাম পাশ ফাঁকা রাখবেন।
- লিফট ব্যবহার ও সীটে বসতে বিশেষ চাহিদাসম্পন্ন এবং সিনিয়র সিটিজেনদের অগ্রাধিকার নিশ্চিত করবেন।
- ট্রেনের দরজার দুই দুই পাশে তীর চিহ্নিত স্থান থেকে উঠুন এবং মাঝখান থেকে নামতে দিন।
- ট্রেনে উঠে গেইটে ভীড় করবেন না, যথাসম্ভব ভিতরের দিকে চলে যান।
- ট্রেনে ও স্টেশনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত সিকিউরিটি অথবা MRT Police কে জানান।
আরও পড়ুন: মেট্রোরেলের কার্ড ব্লাকলিস্টেড হলে বা হারিয়ে গেলে করণীয় কি
লিখেছেনঃ রাকিবুর রহমান রাকিব
শেষ কথা
প্রিয় পাঠক বন্ধু, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেলের যা আপনার করণীয়-বর্জনীয়’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন করে রাখুন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল।