এয়ারপোর্ট থেকে কমলাপুর ও পুর্বাচল থেকে পিতলগঞ্জ চলবে মেট্রোরেল

ঢাকাবাসীর যানজট ভোগান্তি নিরসনের লক্ষ্যে এক মেঘা প্রজেক্টের নাম ঢাকা মেট্রোরেল। এয়ারপোর্ট থেকে কমলাপুর ও পুর্বাচল থেকে পিতলগঞ্জ চলবে মেট্রোরেল।

আজ আমরা জানবো এয়ারপোর্ট থেকে কমলাপুর ও পুর্বাচল থেকে পিতলগঞ্জ চলবে মেট্রোরেল এর বিস্তারিতঃ

  • এটি MRT line কত এর আওতাধীন?

এই রুটটি MRT line-01 এর আওতাধীন।

  • এটি কী ধরনের লাইন হবে?

এটি উড়াল ও পাতাল উভয় ধরনের লাইন মিলিয়েই হবে।

  • MRT line-01 এ কতটি রুট থাকবে?

এখানে রুট থাকবে মোট ২ টি।

১) বিমানবন্দর থেকে কমলাপুর, ও ২) নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত।

 

  • MRT line-01 এর প্রথম রুটে কতটি স্টেশন থাকবে ও কী কী?

এই রুটে সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ডে প্রায় সাড়ে ষোল কিলোমটার দীর্ঘ।

 

স্টেশন নং স্টেশনের নাম সংযোগ হবে
০১ ঢাকা বিমানবন্দর
০২ ঢাকা বিমানবন্দর টার্মিনাল-৩
০৩ খিলক্ষেত
০৪ নদ্দা
০৫ নতুন বাজার MRT line 5N
০৬ উত্তর বাড্ডা
০৭ বাড্ডা
০৮ আফতাবনগর MRT line 5S
০৯ রামপুরা
১০ মালিবাগ
১১ রাজারবাগ
১২ কমলাপুর Bangladesh Railway
MRT Line 2,
Line 4,
Line 6
  • MRT line-01 এর দ্বিতীয় রুটে কতটি স্টেশন থাকবে ও কী কী?

এই রুটে নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ডে ২টি স্টেশন সহ বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত অন্য ৭টি স্টেশন হবে এলিভেটেড। এই রুট প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ হবে।

 

স্টেশন নং স্টেশনের নাম সংযোগ হবে
০১ পূর্বাচল টার্মিনাল
০২ পূর্বাচল পূর্ব
০৩ পূর্বাচল মধ্য
০৪ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম
০৫ মস্তুল
০৬ বোয়ালিয়া
০৭ জোয়ার সাহারা
০৮ নদ্দা
০৯ নতুন বাজার MRT line 5N

আরও পড়ুনঃ মিরপুর-১০ স্টেশন থেকে মেট্রোরেলে ভাড়ার তালিকা ও গন্তব্য

 

  • MRT line-01 এর এই দুইটি রুটে কাজ শেষ হওয়ার সাম্ভাব্য সাল কত?

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর তথ্য মতে আনুমানিক ২০২৬ সাল। তবে পুর্ববর্তী বিভিন্ন প্রজেক্টের আলোকে বলা যায় ,২০২৬ সালের থেকে কিছুটা বেশী সময় প্রয়োজন হতে পারে।

 

[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA  এবং ফলো করুন ফেসবুক পেজে।]