পল্লবী থেকে মেট্রোরেলে অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকা ও গন্তব্য

মিরপুরের সর্ব দক্ষিণের স্টেশন পল্লবী, এটি মিরপুর ১২ নাম্বারে অবস্থিত। এর পরেই শুরু হয় উত্তরার তিনটি স্টেশন। আজ আমরা জানবো পল্লবী থেকে মেট্রোরেলে অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকা ও গন্তব্য।

পল্লবী থেকে মেট্রোরেলে অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকা নিম্নরূপঃ

স্টেশন ভাড়া
পল্লবী থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত ৩০৳
পল্লবী থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত ২০৳
পল্লবী থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত ২০৳
পল্লবী থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ২০৳
পল্লবী থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত ২০৳
পল্লবী থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত ২০৳
পল্লবী থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ৩০৳
পল্লবী থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ৩০৳
পল্লবী থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত ৪০৳
পল্লবী থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত ৫০৳
পল্লবী থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত ৫০৳
পল্লবী থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত ৬০৳
পল্লবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ৬০৳
পল্লবী থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ৭০৳
পল্লবী থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ৮০৳
পল্লবী থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৮০৳

আরও পড়ুনঃ অনলাইনে Rapid Pass এর ব্যালেন্স চেক করবেন যেভাবে

মিরপুরের উত্তর দিকের সর্বশেষ স্টেশন পল্লবী। এর পরেই উত্তরার স্টেশনগুলো শুরু হয়। যেহেতু উত্তরার স্টেশনগুলো থেকে এয়ারপোর্ট যাওয়ার সুব্যবস্থা নাই সেহেতু আপনি যদি এয়ারপোর্টে যেতে চান তাহলে আপনার জন্য উপযুক্ত হবে পল্লবী স্টেশনে নামা। এখান থেকে বাস বা সিএনজি তে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এয়ারপোর্ট।

এছাড়া আপনি যদি মিরপুর-১২ নাম্বার বা তার আশেপাশের এলাকায় যেতে চান তবেও আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক স্থান হবে পল্লবী স্টেশনে নামা।

 

[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA  এবং ফলো করুন ফেসবুক পেজে।]