মিরপুর ১১ থেকে মেট্রোরেলে বিভিন্ন স্টেশনে ভাড়ার তালিকা ও গন্তব্য
মিরপুর-১০ ও পল্লবীর মধ্যবর্তী স্টেশন হচ্ছে মিরপুর-১১ স্টেশন। এখান থেকে মিরপুরের বিভিন্ন আবাসিক এলাকা, বিহারীদের আবাসস্থল সহ বিভিন্ন দিকে গমন করা যায়। আজ আমরা জানবো মিরপুর ১১ থেকে মেট্রোরেলে বিভিন্ন স্টেশনে ভাড়ার তালিকা ও গন্তব্য।
মিরপুর ১১ থেকে মেট্রোরেলে বিভিন্ন স্টেশনে ভাড়ার তালিকা নিম্নরূপঃ
স্টেশন | ভাড়া |
---|---|
মিরপুর -১১ থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত | ৩০ টাকা |
মিরপুর-১১ থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত | ৩০ টাকা |
মিরপুর -১১ থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত | ২০ টাকা |
মিরপুর -১১ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত | ২০ টাকা |
মিরপুর -১১ থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত | ২০ টাকা |
মিরপুর -১১ থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত | ২০ টাকা |
মিরপুর -১১ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত | ২০ টাকা |
মিরপুর -১১ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত | ৩০ টাকা |
মিরপুর -১১ থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত | ৪০ টাকা |
মিরপুর -১১ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত | ৪০ টাকা |
মিরপুর -১১ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত | ৫০ টাকা |
মিরপুর -১১ থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত | ৫০ টাকা |
মিরপুর -১১ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত | ৬০টাকা |
মিরপুর -১১ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত | ৭০ টাকা |
মিরপুর -১১ থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত | ৭০ টাকা |
মিরপুর -১১ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত | ৮০ টাকা |
আরও পড়ুনঃ মিরপুর-১০ থেকে সকল এলাকার ভাড়ার তালিকা
মিরপুর-১১ স্টেশনটির নিচেই পূর্বদিকে রয়েছে মিরপুরের অন্যতম ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংক হাসপাতাল। এর পশ্চিম পাশে রয়েছে স্বনামধন্য রেস্টুরেন্ট মেট্রো স্কেপ সহ নামীদামী বিভিন্ন রেস্টুরেন্ট। মেট্রোরেল স্টেশনের দুই পাশেই রয়েছে মিরপুরের বিভিন্ন আবাসিক এলাকা। অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় BUBT সহ আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। মিরপুর ৭ নাম্বার ও রূপনগর যাওয়ার জন্য এই স্টেশনটিই বেশী গুরুত্বপুর্ণ। এছাড়া বিহারীদের আবাসস্থলও রয়েছে এই স্টেশনের কাছেই। মিরপুর-১০ এবং মিরপুর-১২ এর মধ্যবর্তী এই স্টেশনটি মূলত এর আশেপাশের বিভিন্ন আবাসিক এলাকা ঘিরেই গড়ে তোলা হয়েছে বলে ধারণা করা যায়।
[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA এবং ফলো করুন ফেসবুক পেজে।]