মিরপুর-১০ স্টেশন থেকে মেট্রোরেলে ভাড়ার তালিকা ও গন্তব্য
মিরপুরের প্রাণকেন্দ্র মিরপুর-১০ নাম্বার সেক্টরে মেট্রোরেলের স্টেশন চালু হয় ১লা মার্চ ২০২৩। এখানে রয়েছে সুবিশাল চতুর্মুখী সার্কেল, যেখান থেকে সমগ্র মিরপুরেই গমন করা যায়। পূর্ব দিকে মিরপুর ১৩ ২ ১৪ নাম্বার, পশ্চিমে ১ ও ২ নাম্বার, উত্তরে মিরপুর-১১ নাম্বার ও পল্লবী, দক্ষিণে কাজীপাড়া – শেওড়াপাড়া ইত্যাদি। আজ আমরা জানবো মিরপুর-১০ স্টেশন থেকে মেট্রোরেল ভাড়ার তালিকা ও গন্তব্য।
মিরপুর-১০ স্টেশন থেকে মেট্রোরেল ভাড়া তালিকা নিম্নরূপঃ
- মিরপুর-১০ থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত ৪০৳,
- মিরপুর-১০ থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত ৩০৳,
- মিরপুর-১০ থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত ৩০৳,
- মিরপুর-১০ থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ২০৳,
- মিরপুর-১০ থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ২০৳,
- মিরপুর-১০ থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত ২০৳,
- মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ২০৳,
- মিরপুর-১০ থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ২০৳,
- মিরপুর-১০ থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত ৩০৳,
- মিরপুর-১০ থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত ৩০৳,
- মিরপুর-১০ থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত ৪০৳,
- মিরপুর-১০ থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত ৫০৳,
- মিরপুর-১০ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ৫০৳,
- মিরপুর-১০ থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ৬০৳,
- মিরপুর-১০ থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ৬০৳,
- মিরপুর-১০ থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৭০৳।
আরও পড়ুনঃ ঢাকা মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি
উল্লেখ্য যে মিরপুর-১০ নাম্বার বৃহত্তর মিরপুরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এখান থেকে পূর্ব দিকে মিরপুর ১৩, ১৪, ভাসানটেক, কচুক্ষেত, বনানী, হারম্যান মেইনার কলেজ, বনফুল আদিবাসী গ্রীণহার্ট কলেজ, বিএন কলেজ, পুলিশ স্মৃতি কলেজ, সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সিআরপি মিরপুর-১৪, ভাসানটেক সরকারি কলেজ, ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ধামালকোট, আদর্শ স্কুল, গার্লস আইডিয়াল ল্যাবরেটরি, বিআরটিএ অফিস, পুলিশ স্টাফ কলেজ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, ঢাকা ডেন্টাল কলেজ ইত্যাদি দিকে যাওয়া যায়।
পশ্চিম দিকে মিরপুর ১, ২, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ইনডোর স্টেডিয়াম, শাহ আলী প্লাজা, নজরুল ইসলাম সুইমিংপুল, বাঙলা কলেজ, মিরপুর কলেজ, বিসিআইসি কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিইউবিটি, দারুসসালাম, গাবতলী, টেকনিক্যাল মোড়, জার্মান টেকনিক্যাল, কোরিয়া টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার, কিডনি ফাউন্ডেশন, হার্ট ফাউন্ডেশন, টাকার জাদুঘর, স্টার সিনেপ্লেক্স মিরপুর, জাতীয় চিড়িয়াখানা, জাতীয় বোটানিক্যাল গার্ডেন, সাভার, আশুলিয়া, বিরুলিয়া যাওয়া যায়।
উত্তর দিকে মিরপুর ১১, ১২ রয়েছে তবে সেখানে মেট্রোরেলেও যাওয়ার রুট রয়েছে। মিরপুর থেকে কেউ দূরপাল্লার কোনো গাড়িতে উঠতে চাইলেও মিরপুর ১০ স্টেশনে নামা-ই সবচেয়ে সুবিধাজনক হবে। এছাড়া দক্ষিণ দিকে রয়েছে শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, তালতলা ইত্যাদি।
আপনি যদি মিরপুরের সেনপাড়া পর্বতাও যেতে চান তাহলেও আপনাকে মিরপুর ১০ স্টেশনেই নামতে হবে। যেহেতু মিরপুরের মধ্যে মিরপুর -১০ সেক্টরই একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সেহেতু বিভিন্ন অঞ্চলে মূভ করার জন্য এটিই গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে বিবেচিত হয়।
[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA এবং ফলো করুন ফেসবুক পেজে।]