মেট্রোরেলে ‘ট্রেন অপারেটর’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি (নিয়োগ বিজ্ঞপ্তি-১২) প্রকাশ করেছে। এ নিয়োগ বিজ্ঞপ্তিতে স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ট্রেন অপারেটর
পদসংখ্যাঃ ১৫ (পনেরোটি)
মূল বেতনঃ ৩৬৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনে কোথাও ৩য় বিভাগ/ সমমানের জিপিএ থাকতে পারবে না।
প্রশিক্ষণঃ সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬ মাসের মৌলিক প্রশিক্ষণধারীদের অগ্রাধিকার।
বয়সসীমাঃ ৩১ই আগস্ট ২০২৫ এ ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করার নিয়ম
১. আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে: http://dmtcl.teletalk.com.bd
২. আবেদন ফরম পূরণের সময় প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ কেবি) আপলোড করতে হবে।
৩. আবেদনপত্র পূরণের পর তথ্য যাচাই করে Submit করতে হবে।
৪. জমা দেওয়ার পর প্রাপ্ত Applicant’s Copy প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
প্রতিটি আবেদনের জন্য ফি জমা দিতে হবে টেলিটক মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে।
আবেদন ফি: ৫৫৮ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)।
প্রথম SMS:
DMTCL <space> User ID Send to 16222
উত্তরে প্রার্থীর নাম, PIN নম্বর এবং ফি প্রদানের নির্দেশনা আসবে।
দ্বিতীয় SMS:
DMTCL <space> YES <space> PIN Send to 16222
সঠিকভাবে ফি জমা হলে আবেদন সম্পূর্ণ হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা
* কোনো প্রকার ত্রুটি বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
* নির্ধারিত সময়সীমার বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
* এক প্রার্থী কেবল একবারই আবেদন করতে পারবেন।
* নিয়োগ সংক্রান্ত সব তথ্য (পরীক্ষার তারিখ, প্রবেশপত্র, ফলাফল ইত্যাদি) জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে:
* বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
* সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রাথীর্কে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
* ট্রেন অপারেটর ও স্টেশন কন্ট্রোলার পদ পরস্পর বদলীযোগ্য চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত ব্যক্তিরা সমজাতীয় বা সমগ্রেডের অন্যান্য যেকোনো পদে দায়িত্ব পালনে কর্তৃপক্ষের নিদের্শ মোতাবেক বাধ্য থাকবে।
* বণির্ত যোগ্যতা ও শর্ত পূরণকারী ৩য় লিঙ্গের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
* যে কোনো ধরণের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে।
পরীক্ষার ধাপ
প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষায় অবশ্যই প্রয়োজনীয় মূল কাগজপত্র ও সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদন শুরুর সময় ও শেষ তারিখ
আবেদন শুরুর তারিখ: ০২রা সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:০০ টা
আবেদন শেষ তারিখ: ৩০ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৫:০০ টা
আরও পড়ুনঃ মেট্রোরেলে পকেটমারদের হটস্পট সমূহ
সংশ্লিষ্ট ওয়েবসাইট সমূহঃ
http://alljobs.teletalk.com.bd
সূত্রঃ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (DMTCL) এর নিয়োগ বিজ্ঞপ্তি-১২