কাজীপাড়া থেকে মেট্রোরেল বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা ও গন্তব্য

মিরপুরের কাজীপাড়ায় ১৫ই মার্চ ২০২৩ এ চালু হয় কাজীপাড়া মেট্রো স্টেশন। এর উত্তর দিকে উত্তরাগামী মিরপুর-১০ স্টেশন ও দক্ষিণ দিকে কমলাপুরগামী শেওড়াপাড়া স্টেশন। এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো কাজীপাড়া থেকে মেট্রোরেল বিভিন্ন স্টেশনের ভাড়ার তালিকা ও গন্তব্যঃ-

কাজীপাড়া থেকে মেট্রোরেল ভাড়ার তালিকা ও গন্তব্য নিম্নরূপঃ

স্টেশন ভাড়া
কাজীপাড়া থেকে উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত ৪০৳
কাজীপাড়া থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত ৪০৳
কাজীপাড়া থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত ৩০৳
কাজীপাড়া থেকে  পল্লবী স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে শেওড়াপাড়া স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত ২০৳
কাজীপাড়া থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত ৩০৳
কাজীপাড়া থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত ৪০৳
কাজীপাড়া থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত ৪০৳
কাজীপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ৫০৳
কাজীপাড়া থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ৫০৳
কাজীপাড়া থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ৬০৳
কাজীপাড়া থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৭০৳

আরও পড়ুনঃ মতিঝিল থেকে অন্যান্য স্টেশনের ভাড়ার তালিকা ও গন্তব্য !

 

কাজীপাড়া স্টেশনের পূর্বদিকে প্যারিস ফার্নিচার গলি, মসজিদুল আকসা। এই রাস্তা দিয়ে ব্যক্তিগত গাড়িতে করে আপনি যেতে পারবেন মিরপুরের ১৩ এ ১৪ নাম্বার সেক্টরে, যদি উক্ত সেকটরে যাওয়ার জন্য মিরপুর-১০ সেক্টর বা স্টেশন থেকে সহজ হবে। কাজীপাড়া স্টেশনের পুর্ব দিকে কিছুদূর গেলেই সেনপাড়া পৌঁছে যাবেন। এছাড়া এখান থেকে মিরপুর ১৪ সহ কচুক্ষেতও যাওয়া যাবে, তবে কচুক্ষেত,ক্যান্টনমেন্ট বা বনানী যাওয়ার জন্য শেওড়াপাড়া স্টেশন প্রিফারেবল।

 

স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি সরু রাস্তা রয়েছে, তা দ্বারা আপনি পৌঁছে যেতে পারবেন মনিপুর ও ষাট ফিট রোডে। মনিপুর স্কুলের মূল ব্রাঞ্চ মিরপুর-২ নাম্বার সেক্টরও যেতে পারবেন এদিক থেকে সহজেই একটা রিক্সাযোগে। মিরপুরের জ্যাম কমাতে বৃহৎ ভুমিকা রাখছে এই ষাট ফিট রোড, মাইক ওয়ালা মসজিদ, বাবা হুজুর মসজিদ, সাত তারা মসজিদ, হাতিল ফার্নিচার সহ নানাবিধ বড় বড় প্রতিষ্ঠানে যেতে পারবেন আপনি এই স্টেশন থেকে। স্টেশনের পাশেই রয়েছে এক্সিম ব্যাংক হস্পিটাল, লাইফ এইড হসপিটাল, হেরা হোম ডেকর ফার্নিচার সহ বড় বড় ফার্নিচার শো-রুপ। স্টেশনের নিচেই পূর্ব পাশে পাবেন সুজুকির বাইক শো রুম ও রানার বাইক আউটলেট।

 

[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA  এবং ফলো করুন ফেসবুক পেজে।]