শেওড়াপাড়া স্টেশন থেকে মেট্রোরেল ভাড়া তালিকা ও গন্তব্য

মিরপুরের শেওড়াপাড়ায় মেট্রোরেলের স্টেশন চালু হয় ৩১ই মার্চ ২০২৩ থেকে। কাজীপাড়ার থেকে মতিঝিলগামী স্টেশনের প্রথমটি শেওড়াপাড়ায় ও আগারগাঁও থেকে উত্তরাগামী ট্রেনেরও প্রথম স্টেশন শেওড়াপাড়া। এই পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো শেওড়াপাড়ার থেকে মেট্রোরেল অন্যান্য স্টেশনের ভাড়া তালিকা ও গন্তব্যঃ-

শেওড়াপাড়া থেকে মেট্রোরেল ভাড়ার তালিকা ও গন্তব্য নিম্নরূপঃ

স্টেশন ভাড়া
শেওড়াপাড়া থেকে উত্তরা উত্তর  স্টেশন পর্যন্ত ৫০৳
শেওড়াপাড়া থেকে উত্তরা সেন্টার স্টেশন পর্যন্ত ৪০৳
শেওড়াপাড়া থেকে উত্তরা দক্ষিণ স্টেশন পর্যন্ত ৪০৳
শেওড়াপাড়া থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ৩০৳
শেওড়াপাড়া থেকে মিরপুর-১১ স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে মিরপুর -১০ স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে কাজীপাড়া স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে বিজয় স্মরণী স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে ফার্মগেট স্টেশন পর্যন্ত ২০৳
শেওড়াপাড়া থেকে কাওরানবাজার স্টেশন পর্যন্ত ৩০৳
শেওড়াপাড়া থেকে শাহবাগ স্টেশন পর্যন্ত ৪০৳
শেওড়াপাড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ৪০৳
শেওড়াপাড়া থেকে বাংলাদেশ সচিবালয় স্টেশন পর্যন্ত ৫০৳
শেওড়াপাড়া থেকে  মতিঝিল স্টেশন পর্যন্ত ৫০৳
শেওড়াপাড়া থেকে কমলাপুর স্টেশন পর্যন্ত ৬০৳

আরও পড়ুনঃ শাহবাগ থেকে অন্যান্য স্টেশনে ভাড়ার তালিকা ও গন্তব্য

 

শেওড়াপাড়া স্টেশনের পূর্বদিকে ইব্রাহীমপুর,ইব্রাহীমপুর পাকার মাথা, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, বনানী , সৈনিক ক্লাব ,মিরপুর-১৪ ইত্যাদি এলাকায় যাওয়া যায়। স্টেশনের নিচে সরু রাস্তা দিয়ে পূর্ব দিকে কিছুটা অগ্রসর হলেই হাজী আশ্রাফ আলী হাই স্কুল ,সালাউদ্দিন শিক্ষালয় ইত্যাদি অবস্থিত।

 

পশ্চিম দিকে গেলে ছোট গাড়ি/লেগুনায় আপনি যেতে পারবেন সরকারী বাঙলা কলেজের সামনে। এছাড়া এদিকে ষাট ফিট রোড ,বেলতলা মসজিদ ইত্যাদি এলাকায় যাওয়া যায়। এই স্টেশন থেকেই ঢাকা উত্তরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অফিসে যাওয়া যায় মিরপুর ষাট ফিট রোডে।

 

এছাড়া এই স্টেশনের উত্তর দিকে কাজীপাড়া- মিরপুর ১০-১১ ইত্যাদি যাওয়া যায়। দক্ষিণ দিকে আগারগাঁও স্টেশন ও তালতলা যাওয়া যায়। আগারগাঁও থেকে উত্তরার দিকে ছেড়ে আসা মেট্রোরেল প্রথমেই স্টপেজ দেয় শেওড়াপাড়া।

 

[সর্বপরি, মেট্রোরেল আমাদের জাতীয় সম্পদ। এর রক্ষণাবেক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের নৈতিক দায়িত্ব। মেট্রো স্টেশন ও প্রতিটি কোচের পরিবেশ সুন্দর- সুশৃঙ্খল রাখতে সকল বিধি- নিষেধ মেনে, সংরক্ষিত আসন সমূহ ও লিফটে অগ্রাধিকার প্রাপ্তদের সুযোগ তৈরি করে দিয়ে দেশের একজন সুনাগরিক হিসাবে মেট্রোরেল ব্যবহারের বিনীত অনুরোধ রইলো। ঢাকা মেট্রোরেলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা, যেকোনো জিজ্ঞাসা ও মতামত প্রকাশের জন্য উন্মুক্ত প্লাটফর্মে জয়েন করুন ফেসবুক গ্রুপ MetroRail Passengers Community- DHAKA এবং ফলো করুন ফেসবুক পেজে।]