মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আওয়ামিলীগ সরকারের পতন এবং মেট্রোরেলের কর্মীদের কর্মবিরতির কারণে দীর্ঘ ৩৮ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো ঢাকা মেট্রোরেল। বেশ কয়েকদিন ট্রায়াল রান করার পর ২৫ই আগস্ট থেকে যাত্রীসেবা দিচ্ছে।

 

২৫ই আগস্ট থেকে কার্যকর হওয়া সময়সূচি নিম্নরূপঃ
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০মিনিটে, দ্বিতীয় ট্রেন সকাল ০৭ঃ২০ মিনিটে, তবে এই ট্রেন দু’টিতে শুধুমাত্র MRT pass / Rapid Pass ব্যবহারকারীরা যাতায়াত করতে পারবেন। তৃতীয় ট্রেন সকাল ০৭ঃ৩০ মিনিটে। চতুর্থ ট্রেন ০৭ঃ৩৮ মিনিটে। এভাবে প্রতি ৮ মিনিটস পরপর ট্রেন চলবে সকাল ১১ঃ৩৬ মিনিট পর্যন্ত। সকাল ১১:৩৭ থেকে দুপুর ০২ঃ২৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর, দুপুর ০২ঃ২৫ থেকে রাত ০৮ঃ৩২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর, রাত ০৮ঃ৩৩ মিনিট থেকে প্রতি ১০ মিনিট পরপর রাত ০৯ঃ০০ পর্যন্ত।

মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ৩০মিনিটে, দ্বিতীয় ট্রেন ০৭ঃ৪০মিনিটে, তৃতীয় ট্রেন ০৭ঃ৫০মিনিটে, চতুর্থ ট্রেন সকাল ০৮ঃ০০ তে। সকাল ০৮ঃ০১ মিনিটের পর থেকে প্রতি ০৮ মিনিটস পরপর দুপুর ১২:০৮ পর্যন্ত, দুপুর ১২ঃ০৯ থেকে দুপুর ০৩ঃ০৪ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট পরপর, ০৩ঃ০৫ থেকে রাত ০৯ঃ১২ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর, রাত ০৯ঃ১৩ থেকে রাত ০৯ঃ৪০ মিনিট পর্যন্ত প্রতি ১০ মিনিটস পরপর ট্রেন চলবে।

অর্থাৎ,
উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ১০ মিনিট, এবং শেষ ট্রেন রাত ০৯ঃ০০মিনিট।
মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ০৭ঃ৩০মিনিটে এবং শেষ ট্রেন রাত ০৯ঃ৪০মিনিটে।

 

আরও পড়ুনঃ ঢাকা মেট্রোরেলে যত জরিমানা

 

বিশেষ দ্রষ্টব্যঃ
সাপ্তাহিক বন্ধ শুক্রবার। এছাড়া সরকারি যেকোনো ছুটির দিনেও মেট্রোরেল যাত্রীসেবা দেয়।
★সকাল ০৭ঃ২০ থেকে রাত ০৮ঃ৫০ মিনিট পর্যন্ত Single journey Ticket, MRT Pass ক্রয় এবং MRT/Rapid Pass রিচার্জ করা যাবে।
★ রাত ০৮ঃ৫০ মিনিটের পর সকল টিকেট কাউন্টার বন্ধ হয়ে যাবে, তবে EFO (বাড়তি ভাড়া আদায় কাউন্টার) থেকে কার্ড রিচার্জ করা যাবে।
★ সিঙ্গেল জার্নি টিকেট ক্রয়ের পর শুধুমাত্র উক্ত ক্যালেন্ডার ডে তে ব্যবহার করা যাবে। তবে সিঙ্গেল জার্নি টিকেট নিয়ে স্টেশনের বাহিরে যাওয়া দণ্ডনীয় অপরাধ।

 

সরকারি ছুটির দিনে (শনিবার ছাড়া) নিম্নোক্ত হেডওয়ে (একই দিকে দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) হবে নিম্নরূপঃ
উত্তরা উত্তর স্টেশনে সকাল ০৭ঃ১০ থেকে সকাল ০৯ঃ৪০ পর্যন্ত প্রতি ১৫মিনিটস পরপর এবং সকাল ০৯ঃ৪১ থেকে রাত ০৯ঃ০০ পর্যন্ত প্রতি ১২মিনিটস পরপর ট্রেন চলবে।
মতিঝিল থেকে উত্তরার দিকে সকাল ০৭ঃ৩০মিনিটস থেকে সকাল ১০ঃ২০মিনিট পর্যন্ত প্রতি ১৫মিনিটস পরপর এবং সকাল ১০ঃ২১ মিনিট থেকে রাত ০৯ঃ৪০ পর্যন্ত প্রতি ১২মিনিটস পরপর ট্রেন চলবে।


আরও পড়ুনঃ মেট্রোরেলে চলাচলের নিয়ম, টাইম শিডিউল, ভাড়া

শেষ কথা

প্রিয় পাঠক, এই পোষ্টের মাধ্যমে আজকে আমরা জানলাম ‘মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি’ তা নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তী পোস্টে আমরা জানবো ঢাকা মেট্রোরেলের জরিমানা সম্পর্কিত অন্য কোনো বিষয়ে। আমাদের ওয়েবসাইটের প্রতিদিনের সকল পোষ্টের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ। এছাড়া টেলিগ্রামে আপডেট পেতে জয়েন হোন আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে।