কর্মচারীদের যেসব দাবির কারণে বন্ধ মেট্রোরেল

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে মেট্রোরেল চালু করার কথা ছিল। তবে এ দিন মেট্রোরেল চলাচল করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জানা গেছে, মূলত কর্মচারীদের কর্মবিরতির কারণে মেট্রো রেল চালু করতে পারছে না ডিএমটিসিএল। চলুন দেখি কি কি দাবি মেট্রোরেলের কর্মীদেরঃ 

 

বর্তমান বেতনকাঠামো পরিবর্তন করে ‘বৈষম্যহীন’ বেতন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সব গ্রেডের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে বেতন নির্ধারণ করতে হবে এবং তা যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে। যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধাও প্রদান করতে হবে।

 

দাবির মধ্যে আরও রয়েছে, রাষ্ট্রের অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি মালিকানাধীন কোম্পানির মতো সামঞ্জস্য বজায় রেখে এবং বিশ্বের অন্যান্য দেশের মেট্রোরেলের মানদণ্ড অনুসরণ করে, ১০ম গ্রেডের উচ্চতর পদসহ ১৫তম ও ১৬তম গ্রেডের পদসমূহের গ্রেড উন্নীত করে একটি নতুন ‘অর্গানোগ্রাম’ গঠন করতে হবে।

 

এছাড়া, শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সরকারি মালিকানাধীন কোম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ (নিয়মিতকরণ) করতে হবে এবং মেট্রোরেলের স্টেশন, ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তা ও পরিবহনব্যবস্থা নিশ্চিত করে দায়িত্ব প্রদান করতে হবে। আরও একটি দাবি হচ্ছে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘স্বৈরাচারী’ মনোভাব ও ‘বৈষম্যমূলক’ আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের যেন না ঘটতে পারে—সেই নিশ্চয়তা প্রদান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।